নিজস্ব সংবাদদাতাঃ 'দ্য কেরালা স্টোরি' নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। এবার এই সিনেমা নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'-র (The Kerala Story) মুক্তিতে স্থগিতাদেশ দিতে কেরালা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার করবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি কেরালা হাইকোর্টের বিচারপতি এন নাগরেশ এবং বিচারপতি সোফি থমাসের বেঞ্চ জানিয়েছে যে 'দ্য কেরালা স্টোরি' সিনেমায় নির্মাতারা ৩২,০০০ মহিলাকে ইসলামে ধর্মান্তরিত এবং সন্ত্রাসী গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি তুলে ধরেছে। এদিকে কেরালা হাইকোর্টের এই দাবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্মাতারা।