ব্রেকিংঃ নিট প্রশ্ন ফাঁস মামলায় NTA-কে সুপ্রিম নির্দেশ! শুনানির দিন ফের কবে?

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অসদাচরণের অভিযোগের আবেদনের জন্য ২২ জুলাই সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হতে চলেছে।

author-image
Probha Rani Das
New Update
neet-exam-controversy-sc-issues-notice-to-nta-centre-seeking-response-on-alleged-paper-leaks.webp

নিজস্ব সংবাদদাতাঃ NEET-UG ২০২৪ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অসদাচরণের অভিযোগের আবেদনের জন্য ২২ জুলাই সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হতে চলেছে।

supremeecourt.jpg

সুপ্রিম কোর্ট এনটিএ-কে নির্দেশ দিয়েছে, নিট-ইউজি পরীক্ষায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বর এবং পড়ুয়াদের পরিচয় গোপন রাখতে হবে তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জেলা পরিষদ বলছে, শহর ও কেন্দ্রভিত্তিক পৃথকভাবে ফলাফল ঘোষণা করতে হবে। 

Adddd