নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির আবগারি নীতি ২০২১-২২ বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে জামিন চেয়ে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে কবিতার আবেদনের ভিত্তিতে সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নোটিশ জারি করেছে।
বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ কেন্দ্রীয় সংস্থাগুলির প্রতিক্রিয়া চেয়েছে এবং ২০ আগস্ট বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।
Supreme Court issues notice to CBI and ED on BRS leader K Kavitha's plea seeking bail in the excise policy case. pic.twitter.com/GmKe5CjgCy