নিজস্ব সংবাদদাতাঃ আজ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পিটিশনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, কর্মবিরতির জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়। প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস জানালেন প্রধান বিচারপতি।
এছাড়াও সরকারি হাসপাতালের অসংখ্য সমস্যা নিয়ে তাঁদের কাছে রিপোর্ট এসেছে, জানাল সুপ্রিম কোর্ট চিকিৎসকদের টানা ৩৬ ঘণ্টা ডিউটি নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।