নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আদানি গ্রুপের চেয়ারপার্সেন গৌতম আদানি। আদানি গ্রুপকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ শুক্রবার আদানি-হিন্ডেনবার্গ (Adani Group) মামলায় বিশেষজ্ঞ কমিটি সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছে। আর এই রিপোর্টে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে যে আদানি গ্রুপের স্টকগুলিতে কোনও প্রাথমিক লঙ্ঘন নেই। প্যানেল আরও বলেছে যে সেবি ২০২০ সাল থেকে তদন্তাধীন ১৩ টি বিদেশী সংস্থার মালিকানা নির্ধারণ করতে সক্ষম হয়নি। হিন্ডেনবার্গ নিজেদের রিপোর্টে অভিযোগ করেছিল যে আদানি গ্রুপ নিজেদের শেয়ারগুলিতে কারচুপি করেছিল এবং দামটি অতিরিক্ত মূল্যায়িত হয়েছিল।