নিজস্ব সংবাদদাতাঃ বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে এবার বড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme court)। সোমবার শুনানির সময় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায় যে যদি কোনও বিবাহে সম্পর্কের উন্নতির কোনও সুযোগ না থাকে, তবে এই জাতীয় ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অবিলম্বে বিবাহ বিচ্ছেদের অনুমোদন দিতে পারে। দেশের শীর্ষ আদালত বলেছে যে, ১৪২ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টকে ন্যায়বিচারের জন্য উভয় পক্ষের সম্মতি নিয়ে যে কোনও আদেশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে, যদি উভয় পক্ষ বিচ্ছেদে সম্মত হয়, তাহলে এ ধরনের মামলা পারিবারিক আদালতে পাঠানোর প্রয়োজন নেই।
আজ সোমবার বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, উভয় পক্ষের প্রতি ন্যায়বিচার করে এমন কোনও আদেশ জারি করার অধিকার সুপ্রিম কোর্টের রয়েছে। আজকের বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এ এস ওকা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এ কে মহেশ্বরী।