ছাপ্পাশ্রী মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে! মমতাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

রাজ্যে পঞ্চায়েত ভোটের শুরু থেকে ব্যাপক উত্তেজনা এবং সন্ত্রাস ছড়িয়েছে। আজ এর বিরুদ্ধে কলকাতায় রাজপথে নেমেছে বাংলার বিজেপি নেতৃত্ব। সকলের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল।

author-image
Anusmita Bhattacharya
New Update
sukanta mamata 355.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস হয়েছে তার বিরুদ্ধে আজ কলকাতায় রাজপথে নেমেছে বিজেপি। কলেজ স্কোয়ারের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। 

মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার পঞ্চায়েত ভোটে এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার প্রশ্ন করেন, 'পঞ্চায়েতে ব্যালট খেয়েছে লোকসভায় ইভিএম খাবে?' সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে আগামী বছরের লোকসভা ভোট ইভিএম মেশিনে হবে। হুঙ্কার দিলেন যে ছাপ্পাশ্রী মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে।