নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। যার ফলে প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াসহ একাধিক জেলা।
এমন অবস্থায় আজ পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এলাকার মানুষদের সাথে কথা বলেন এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আজ তিনি পাঁশকুঁড়া ছাড়াও, মানুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জান। মানুরে যাওয়ার পথে সুকান্ত মজুমদারের কনভয় আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে, তারা এই দুর্দিনে পরিমাণমত পানীয় জল ও খাবার পাচ্ছেন না। এই দাবী নিয়ে তারা হাতে বাঁশ এবং লাঠি নিয়ে বিক্ষোভ দেখান।
এ ক্ষেত্রে উল্লেখ্য, ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে কোথাও শুকনো খাবার, কোথাও বা খিঁচুড়ির ব্যবস্থা করা হয়েছে। ডেবরা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার কোথাও আর চাষের জমি অবশিষ্ট নেই। সবই পুরোপুরিভাবে জলের তলায় তলিয়ে গিয়েছে। ফসল,পুকুরের মাছ, শাকসবজি সবই জলের তলায় ডুবে গেছে। কয়েকশো মাটির বাড়ি জলমগ্ন, কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। তাই সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার মানুষজন।