হঠাৎই গুলিবর্ষণ! সুন্দরবনে চোরশিকারিদের হাতে খুন বনকর্মী

গতকাল রাতে সুন্দরবন জঙ্গলে চোরশিকারিদের গুলিতে খুন হয়েছে এক বনকর্মী। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
sundarbanq2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাতে সুন্দরবনের জঙ্গলে গুলি বর্ষণ হয়। সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন হয় বন দফতরের এক কর্মী। শনিবার রাতে বোট নিয়ে জঙ্গলের আশেপাশে নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের মুখোমুখি হয় সুন্দরবনের বনকর্মীরা। তখনই চোরশিকারিদের গুলিতে নিহত হয় বন দফতরের কর্মী অমলেন্দু হালদার।

sundarbanq1.jpg

নিহত বনকর্মী অমলেন্দু হালদারের বয়স ৫৯ বছরতিনি রায়দিঘির বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, তাঁর মাথায় কুড়ুলের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটেছে। শনিবার সন্ধ্যার সময় বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দু বাবু।

জানা গিয়েছে, তাঁর সঙ্গে বোটে আরও তিনজন কর্মী ও বোটের ২ কর্মী ছিলেন। চোরাশিকারীদের সঙ্গে মুখোমুখি হওয়ার পর দুদিক থেকে গুলি চলে। নিহত বনকর্মী অমলেন্দু হালদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে গুলি করার পরে আবার অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর দেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয়েছে
প্রসঙ্গত, এই ঘটনার পর বাকি বনকর্মীরা সেখান থেকে পালিয়ে যাএরপর আজ সকালে বন দফতরের বাকি কর্মীদের সন্ধান পাওয়া গেছে। আজ সকাল থেকেঅভিযুক্ত চোরাশিকারীদের তল্লাশি অভিযান শুরু হয়েছে।