নিজস্ব সংবাদদাতা: সংঘর্ষের ফলে উত্তাল সুদান। এই পরিস্থিতির মধ্যেই এবার জানা যাচ্ছে, আরএসেফ দ্বারা বন্দী ১৭৭ জন মিশরীয় সৈন্যকে সরিয়ে নেওয়া হয়েছে। সুদানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার সুদানের আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দ্বারা বন্দী ১৭৭ জন মিশরীয় সৈন্যকে চারটি মিশরীয় সামরিক পরিবহন বিমানে সরিয়ে নেওয়া হয়েছে। সৈন্যদের শনিবার উত্তরের শহর মেরোওয়েতে আরএসএফ বাহিনী দ্বারা আটক করা হয়েছিল, যেখানে তারা সুদানের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া করছিল।