নিজস্ব সংবাদদাতা : সোমবার ১২ ঘণ্টার বনধ পালিত হচ্ছে। একাধিক দাবিতে বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। দক্ষিণ দিনাজপুর সহ বালুরঘাট-মালদা-পুরুলিয়ায় বনধের মেজাজ। হিলি মোড়ে সরকারি বাস আটকে চলছে বিক্ষোভ। অন্যদিকে, বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে চাকা গড়ায়নি কোনো বেসরকারি বাসের । পাশাপাশি বালুরঘাট শহরের বিভিন্ন বাজার ঘাট ও দোকানপাট বন্ধ রয়েছে। বালুরঘাটের পাশাপাশি গঙ্গারামপুর বুনিয়াদপুর হরিরামপুর, কুশমণ্ডিতেও পিকেটিং করছে বনধ সমর্থনকারীরা। মালদা বালুরঘাট ৫১২ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। তীরধনুক নিয়ে পথে নেমেছেন মহিলারা। মালদা নালাগোলা রাজ্য সড়ক বন্ধ। গাজলেও একই ছবি। মোতায়েন রয়েছে পুলিশ। সপ্তাহের প্রথম দিন বাস না চলায় পথে বেরিয়ে চূড়ান্ত বিপাকে পড়তে হয় যাত্রীদের। রাজ্য সড়ক অবরুদ্ধ হওয়ায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। প্রচণ্ড গরমে আটকে পড়েন যাত্রীরা। অস্বস্তিকর পরিস্থিতিতে অসহায় অবস্থায় রয়েছেন তারা। এদিকে কুড়মিদের স্বীকৃতির বিরোধিতা সহ আদিবাসী সেঙ্গেল অভিযানের দাবিগুলি হল, দণ্ডিকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, পুরুলিয়ায় ১০০ টি আদিবাসী পরিবারকে সামাজিকভাবে বরখাস্ত করতে হবে, ইত্য়াদি।