BREAKING: আধ ঘন্টার প্রবল ঝড়, লণ্ডভণ্ড কলকাতা

রাজ্যজুড়ে বৃষ্টি আর ঝড়। আজ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় এবং তার সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায়। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain.jpg

নিজস্ব সংবাদদাতা: অবশেষে ঝড় (Storm) আর বৃষ্টি (Rain) দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে। কিন্তু মাত্র আধ ঘন্টার জন্য হলো ঝড়। আর তাতেই লণ্ডভণ্ড কলকাতা (Kolkata)। একাধিক জায়গায় গাছ পড়ে যানজট (Traffic Jam) সৃষ্টি হয় বলে জানা গেছে। ভিক্টোরিয়ার (Victoria) সামনে পরপর গাড়ির উপর ভেঙে পড়লো গাছ।

কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনায় প্রবল ঝড়। ৩ মিনিট ধরে আলিপুরে ৮৪ কিলোমিটার/ ঘণ্টায় ঝড় হয়েছে। ১ মিনিট ধরে দমদমে ৬২ কিলোমিটার/ ঘণ্টায় ঝড় হয়েছে।