BREAKING: বগটুই মামলা...সিআইডির হাত থেকে তদন্তের ভার পেলো সিট

বগটুইকাণ্ডে বড় সিদ্ধান্ত নিলো কলকাতা হাইকোর্ট। এবার মামলার তদন্ত করবে রাজ্য নিজেই। তদন্তের স্বার্থে একটি নতুন সিট গঠন করা হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বগটুই মামলায় (Bagtui Case) আদালতে স্বস্তি মিললো না সিবিআইয়ের (CBI)। লালন শেখের (Lalan Sheikh) অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত করবে রাজ্যই (West Bengal)। যদিও সিআইডির (CID) হাত থেকে তদন্তের ভার গেলো সিটের (SIT) হাতে। বগটুইকাণ্ডের তদন্তে সিট গঠন করলো আদালত। রাজ্যে কর্মরত আইপিএস (IPS) প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠন হাইকোর্টের (High Court)। নিজের পছন্দমত অফিসারদের টিমে নিযুক্ত করতে পারেন প্রণব কুমার, এমনটাই নির্দেশ দিল আদালত। রাজ্যের কাছেও কোনও রিপোর্ট পেশ করতে হবে না।

ad.jpg