West Bengal: ১৪৪ ধারা! এই মুহূর্তের বড় আপডেট

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তেতে উঠেছিল ভাঙড়। তার জেরে একের পর এক মৃত্যু হয়েছিল। তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদেরও মৃত্যু হয়। নির্বাচনের ফলাফল প্রকাশ হলেও যাতে কোনও অশান্তি না হয় তাই জারি করা হয় ১৪৪ ধারা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার। ১১ জুলাই রাতে ভোট গণনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়। ২০ দিনের মাথায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হল সেখানে। ভোট গণনার রাতেই ভাঙড়ে ৩ জনের মৃত্যু হয়। তার জেরে লাগু করা হয় ১৪৪ ধারা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তারপর সেখানে নির্বিঘ্নে পঞ্চায়েত নির্বাচন হয় ও ফলাফল প্রকাশও হয়। তারপরও সেখানে ঢুকতে পারেননি বিধায়ক সওকত মোল্লা, তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কারণ ভাঙড়ে ১৪৪ ধারা জারি ছিল। অবশেষে সোমবার তা প্রত্যাহার করা হল। কলকাতা হাইকোর্টে এই সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেই মামলার আজ শুনানি ছিল।