নিজস্ব সংবাদদাতা: পরপর ২ বলে ২টি উইকেট নিলেন হার্দিক পান্ডিয়ার। ১৫.২ ওভারে হার্দিকের বলে ইশান কিষানের শিকার হলেন মাথিসা পথিরানা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়তে হল পথিরানাকে। শ্রীলঙ্কা দলগত ৫০ রানে অল-আউট হল। সুতরাং, জয়ের জন্য ভারত করতে হবে মাত্র ৫১ রান। দুশান হেমন্ত ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে অপরাজিত। হার্দিক ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়ে গেলেন। সিরাজ ৭ ওভারে ১টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে নিলেন। বুমরাহ ৫ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট পেলেন।