IND vs SL: অল-আউট শ্রীলঙ্কা!

সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হলেও লিগ টেবিলের এক নম্বরে থেকে ফাইনালে ভারত। যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে খেতাবি লড়াইয়ের যোগ্যতা পেয়েছে। আজ হচ্ছে ফাইনাল।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: পরপর ২ বলে ২টি উইকেট নিলেন হার্দিক পান্ডিয়ার। ১৫.২ ওভারে হার্দিকের বলে ইশান কিষানের শিকার হলেন মাথিসা পথিরানা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়তে হল পথিরানাকে। শ্রীলঙ্কা দলগত ৫০ রানে অল-আউট হল। সুতরাং, জয়ের জন্য ভারত করতে হবে মাত্র ৫১ রান। দুশান হেমন্ত ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে অপরাজিত। হার্দিক ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়ে গেলেন। সিরাজ ৭ ওভারে ১টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে নিলেন। বুমরাহ ৫ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট পেলেন।