ইতিহাসে প্রথমবার মহাকাশে উৎক্ষেপিত হল ৫৬টি স্যাটেলাইট

আজ মহাকাশে পারি দিল পরপর ৫৬টি স্টারলিংক স্যাটেলাইট । জানা গেছে , স্পেসএক্স কোম্পানি এই মহাকাশযানটি উৎক্ষেপণ করেছে।  

author-image
New Update
space x

নিজস্ব সংবাদদাতা: স্পেসএক্স ৪ই মে  বৃহস্পতিবার ৫৬টি স্টারলিংক স্যাটেলাইট নিয়ে মহাকাশে পারি দিল।  এই মিশনটি পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রেরিত হবে বলে জানা গেছে।  আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্র্যাভিটাস ড্রোনশিপ থেকে এই মহাকাশযানটি উৎক্ষেপিত হয়েছে।  এই মহাকাশযানের মাধ্যমে বিভিন্ন দেশের আঞ্চলিক সীমান্তের দিকে নজর রাখা হবে।