‘১৫ আগস্ট বাংলাদেশে শোক দিবস পালন করুন’, দেশ ছাড়ার পর প্রথম আর্জি হাসিনার

হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

author-image
Probha Rani Das
New Update
sheikh hasina hjk.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

 GNJDF

তিনি শেখ হাসিনার হয়ে বলেছেন, “যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। বঙ্গবন্ধু ভবনে ফুলের মালা ও প্রার্থনা করে সকলের আত্মার মাগফিরাত কামনা করুন।”

joy 1.jpg

তিনি শেখ হাসিনার তরফে আরও বলেছেন, “গত জুলাই থেকে এ পর্যন্ত আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় অনেক নতুন প্রাণহানি ঘটেছে। আমার মতো যারা প্রিয়জন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছেন তাদের প্রতি আমার সমবেদনা। এসব হত্যাকাণ্ড ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।”