‘১৫ আগস্ট বাংলাদেশে শোক দিবস পালন করুন’, দেশ ছাড়ার পর প্রথম আর্জি হাসিনার
হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছেন।
নিজস্ব সংবাদদাতাঃহাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছেন।
তিনি শেখ হাসিনার হয়ে বলেছেন, “যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। বঙ্গবন্ধু ভবনে ফুলের মালা ও প্রার্থনা করে সকলের আত্মার মাগফিরাত কামনা করুন।”
তিনি শেখ হাসিনার তরফে আরও বলেছেন, “গত জুলাই থেকে এ পর্যন্ত আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় অনেক নতুন প্রাণহানি ঘটেছে। আমার মতো যারা প্রিয়জন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছেন তাদের প্রতি আমার সমবেদনা। এসব হত্যাকাণ্ড ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।”
Son of deposed Prime Minister of Bangladesh Sheikh Hasina, Sajeeb Wazed Joy releases a statement on behalf of Sheikh Hasina on his social media handle X.
...I appeal to you to observe the National Mourning Day on 15th August with due dignity and solemnity. Pray for the salvation… pic.twitter.com/b1qRgOP06r