জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পরিণীতি চোপড়া

আংটিবদল হল পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার মধ্যে । সংসার জীবন শুরু করলেন অভিনেত্রী ।

author-image
New Update
pariniti

নিজস্ব সংবাদদাতাঃ  বাগদান সারলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সংসার জীবনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁরা। শনিবার দুই পরিবারের উপস্থিতিতে একে অপরকে আংটি পরিয়ে দিলেন অভিনেত্রী এবং আম আদমি পার্টির নেতা। উল্লেখ্য,  শনিবার থেকেই রাজধানীতে ছিল সাজো সাজো রব। একে একে রাঘবের বাড়িতে এসে পৌঁছান অতিথিরা। সকলের সামনে ভালবাসার বন্ধনে আবদ্ধ হন।  ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “যা চেয়েছিলাম তাই পেলাম । ঈশ্বর কল্যাণ করুক।”