বিধায়ককে নিয়ে হূলস্থূল, এরই মাঝে শ্যুটআউট!

উত্তাল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকা। মাছ ধরাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। কুপিয়ে খুনের অভিযোগ একজনকে। নিহতের নাম ছুন্নত শেখ (৫৯)। জখম আরো ৫ জন।

author-image
Pallabi Sanyal
New Update
shoot out

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা :  একদিকে, সিবিআইয়ের ম্যারাথন জেরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে, অন্যদিকে ঘটলো শ্যুটআউট! উত্তাল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকা। মাছ ধরাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। কুপিয়ে খুনের অভিযোগ একজনকে। নিহতের নাম ছুন্নত শেখ (৫৯)। জখম আরো ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায়,  খয়রামারি বিলে মাছ ধরছিলেন মৃত ব্যক্তির ছেলে। অন্যদিকে, অভিযুক্তরা ওই বিলে মাছ চাষ করেছিলেন। দুপক্ষের বচসায় ভোর রাতে বন্দুক, ধারাল অস্ত্র নিয়ে নিহত ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়। গুলি করে কুপিয়ে খুন করা হয়  ছুন্নত শেখকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।