নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে কৌতূহল বজায় রয়েছে। বর্তমানে জানা যাচ্ছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে কংগ্রেসের হাইকমান্ডের প্রথম পছন্দ সিদ্দারামাইয়া। শিবকুমার হতে চলেছেন উপমুখ্যমন্ত্রী। এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে মুখ খুললেন শিবকুমার। তিনি বলেছেন, "আমার বলার কিছু নেই। আমরা হাইকমান্ডের ওপর সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি। হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আমি বিশ্রাম নিতে যাচ্ছি"। উল্লেখ্য, বর্তমানে তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের বাড়িতে পৌঁছেছেন। ইতিপূর্বেই কেসি ভেনুগোপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিদ্দারামাইয়া।