নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডকে (Jadavpur Case) কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা রাজ্য জুড়ে। যাদবপুরের ঘটনার প্রতিবাদে কলেজস্ট্রিটে বিক্ষোভ এসএফআইয়ের (SFI)।
উল্লেখ্য, ছাত্র ধর্মঘটের সমর্থনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ করেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও ডিএসও। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে চত্বরে স্লোগানে সুর মিলিয়েছিল ডিএসও। এদিন রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI।