নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে মাত্র তিন দিনের জন্য ক্লাস করতে পেরেছিল নদিয়া থেকে পড়তে আসা স্বপ্নদীপ কুণ্ডু। তারপরেই তার জীবনদীপ চিরদিনের জন্য নিভে গেল। ঠিক তারপরেই প্রতিবাদে উত্তাল বিভিন্ন ছাত্র সংগঠনগুলি।
আজ সন্ধ্যায় যাদবপুর থানার মোড়ে প্রতিবাদে সামিল হয় এসএফআই। অফিস টাইমে এভাবে রাস্তা আটকে যাওয়ায় হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। ছিল একটি অ্যাম্বুলেন্সও। তবু শোনেনি অবরোধকারীরা। রাস্তা আটকে বিপ্লব দেখানো কি সত্যিই ন্যায় বিচার পাওয়ার সঠিক রাস্তা? কেউ কেউ প্রশ্ন তুলছে এভাবেই প্রতিবাদকারীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে যায়নি তো?