মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা বা ক্লাসে অংশ নেবে না। এই কর্মসূচিতে সমর্থন নেই এসএফআই-এর। সবমিলিয়ে যাদবপুরের পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ।
নিজস্ব সংবাদদাতা: ক্রমশ জটিল হচ্ছে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতি। একদিকে, যাদবপুরে প্রবেশ করতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছেন এভিবিপির সদস্যরা। অপরদিকে, যাদবপুর থানার সামনে থেকে মানববন্ধন করে ক্যাম্পাসে ফিরে আসেন এসএফআইয়ের (SFI) কর্মী সমর্থকরা। সবমিলিয়ে যাদবপুরের পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। মোতায়েন করা হয়েছে পুলিশ।