নিজস্ব সংবাদদাতা : মেরামতির কাজ শুরু হবে বলে শনিবার রাত থেকে যান চলাচল বন্ধ হওয়ার কথা ছিল দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। বিকল্প হিসেবে কোন রুট দিয়ে গাড়ি চলাচল করবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। কিন্তু বন্ধ করা হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। কারণ হিসেবে জানা যাচ্ছে, ফ্রান্স থেকে এখনও এসে পৌঁছয়নি সেতুর রোপ পরীক্ষার অত্যাধুনিক যন্ত্র। বিকল্প তারিখ হিসেবে কলকাতা পুলিশের তরফে ৬ ও ৭ মে বেছে নেওয়া হলেও সেই সময়ের মধ্যেও যন্ত্রপাতি এসে পৌঁছয় কিনা সেটাই এখন দেখার।