নিজস্ব সংবাদদাতাঃ ব্রিজ মণ্ডল জলভিষেক যাত্রাকে ঘিরে গুরুগ্রামের নুহ এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়াছুড়ির পাশাপাশি গাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন। এর জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এবার জানা গেল যে সোহনা ছাড়া গুরুগ্রামের সমস্ত স্কুল-কলেজ আগামীকাল থেকে খুলবে। এদিকে সোহনায় যাবতীয় স্কুল-কলেজ আগামীকাল বন্ধ রাখা হবে।
গুরুগ্রাম জেলাশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে যে নুহ জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে যার ফলে গুরুগ্রাম বিশেষ করে সোহনা জেলার সীমান্তবর্তী অংশে অসামাজিক কার্যের ফলে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি, শান্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। তাই কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২ আগস্ট গুরুগ্রামের সোহনা মহকুমার সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।