নিজস্ব সংবাদদাতা: বীরভূমে (Birbhum) তৃণমূল নেতার (TMC Leader) দাদাগিরি, শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা। দাবি মহম্মদবাজারের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাই স্কুলের ইতিহাস শিক্ষকের। অভিযোগকারী শিক্ষকের নাম সৌমেন্দ্রনাথ মিঞা। তিনি অভিযোগ করেছেন যে ২০১৭ সাল থেকে স্কুলে ঢুকতে দিচ্ছেন না তৃণমূল নেতা রাজারাম ঘোষ (Rajaram Ghosh)। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে বেতন (Salary) বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। দাবি করেন যে মুখ্যমন্ত্রী (Chief Minister), তৎকালীন শিক্ষামন্ত্রীকে (Education Minister) বলে এবং জেলাশাসককে (District Magistrate) চিঠি দিয়েও লাভ হয়নি। এরপর হাইকোর্টের (High Court) দ্বারস্থ হন ওই শিক্ষক। স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল পরিচালন সমিতির সচিবের হাজিরা নিশ্চিত করতে বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশ হাইকোর্টের। ৮ মে হাজিরা নিশ্চিত করানোর নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।