নিজস্ব সংবাদদাতাঃ দুদিন আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি কারোর কাছে ২০০০ টাকার নোট থেকে থাকে তাহলে তা দ্রুত যেন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেন মানুষ। এরই মাঝে বড় দাবি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই (SBI) আজ রবিবার এক বিবৃতির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে কোনও রিকুইজিশন স্লিপ ছাড়াই একবারে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে গ্রাহকরা জমা করতে পারবেন।