বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ নিয়ে আওয়াজ তুলল সনাতনী সমাজ

বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ করতে ভারতকে আহ্বান, কার্তিক মহারাজের প্রতিবাদ, কলকাতায় সনাতনী সমাজের আন্দোলন জোরালো হবে।

author-image
Debapriya Sarkar
New Update
Kartik maharaj

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে বিপন্ন হিন্দুদের নিরাপত্তার দাবিতে কলকাতায় পথে নেমেছে সনাতনী সমাজ। এদিন, ধর্মীয় নেতা কার্তিক মহারাজ হুঙ্কার দিয়ে বলেন, “হাজারবার সাম্প্রদায়িক হতে রাজি, মাথা দিতে রাজি।” তিনি বলেন, যদি কেন্দ্র হিন্দুদের পাশে না দাঁড়ায়, তবে আন্দোলন আরও জোরদার হবে।

Bangladesh

তিনি বাংলাদেশে হিন্দুদের উপর চলমান আক্রমণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, “চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলন চলবে।” কার্তিক মহারাজ সরকারকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, “বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ করুক ভারত। কেন ভারত সরকার নীরব?”

bangladesh army

১৫ ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “হিন্দুদের রক্ষা করতে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস—সব রাজনৈতিক দল একত্রিত হয়ে এগিয়ে আসুক।” তিনি রাজনৈতিক বিভেদ ভুলে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রানি রাসমণি অ্যাভিনিউয়ের মঞ্চ থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেন্দ্র যদি হিন্দুদের পাশে না দাঁড়ায়, তবে আমরা সব বর্ডার বন্ধ করে দেব।”