নিজস্ব সংবাদদাতাঃ মস্কোর এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রীয় ডুমা বা নিম্ন পার্লামেন্টের আইনপ্রণেতারা রাষ্ট্রদ্রোহিতার ঘটনায় জড়িতদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যাচ্ছেন। পিসকারেভ এমন সংশোধনীও ঘোষণা করেছিলেন যার ফলে সন্ত্রাসবাদ এবং নাশকতার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য কঠোর শাস্তি হবে, যার মধ্যে "সন্ত্রাসী কার্যকলাপ চালানোর" জন্য সর্বোচ্চ শাস্তি ১৫ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হবে।