BREAKING: ক্ষুব্ধ! জি- ২০ সম্মেলনকে আক্রমণ করল রাশিয়া

জি- ২০ সম্মেলনে অংশগ্রহণ করেনি রাশিয়া। .তবে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ জি ২০-তে মস্কোর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে খারাপ প্রভাবের উল্লেখ নিয়ে মুখ খুলল রাশিয়া।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: জি- ২০ সম্মেলনে বড় ঘোষণা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি জি- ২০ সম্মেলনকে কটাক্ষ করে বলেন, 'যদি আমরা ইউক্রেন নিয়ে কথা বলতে শুরু করি তাহলে বলতে হবে যে পশ্চিমের দেশগুলি একটি বুদ্ধিমান আলোচনা বজায় রাখতে অক্ষম। তারা যা করতে পারে তা হল রাশিয়ার আগ্রাসন বন্ধ করার এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের দাবি। কিন্তু জাতিসংঘের সনদে সমতার নীতিও উল্লেখ করা রয়েছে'। 

rectify impact.jpg