নিয়োগ দুর্নীতি : শান্তনু-কুন্তলের রেট আলাদা!

এদিন সিবিআই আদালতে দাবি করে যে নম্বর বাড়াতে আলাদা আলাদা রেটে টাকা তুলতেন কুন্তল-শান্তনুরা। যে পরীক্ষার্থী ৬২ নম্বর পেয়েছে তার নম্বর ৭২ শতাংশ করতে কুন্তলের রেট ছিল আলাদা, শান্তনুর রেট ছিল আলাদা।

author-image
Harmeet
New Update
কুন্তল-শান্তনু

শান্তনু বন্দ্যোপাধ্যায়-কুন্তল ঘোষ

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment corruption Case) আগামী ২০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)-তাপস মণ্ডল (Tapas Mondal)-নিলাদ্রি ঘোষের (Niladri Ghosh)।বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হলে এমনই নির্দেশ দেন বিচারক। এদিন সিবিআই আদালতে দাবি করে যে নম্বর বাড়াতে আলাদা আলাদা রেটে টাকা তুলতেন কুন্তল-শান্তনুরা। যে পরীক্ষার্থী ৬২ নম্বর পেয়েছে তার নম্বর ৭২ শতাংশ করতে কুন্তলের রেট ছিল আলাদা, শান্তনুর রেট ছিল আলাদা।