৪৮-৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা গঠন হবে, জানিয়ে দিলেন কংগ্রেস নেতা

২০২৩ সালের বিধানসভা ভোটে কর্ণাটকে বিরাট জয় পেয়েছে কংগ্রেস। যদিও বিশাল জয়ের পর এখন প্রশ্ন, সিদ্দারামাইয়া, ডি কে শিবকুমার...এই দুই নেতার মধ্যে কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী?

author-image
SWETA MITRA
New Update
congress

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবারও হল না কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। আজ বুধবার কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) বুধবার বলেছেন, কর্ণাটকের (Karnataka) পরবর্তী মুখ্যমন্ত্রী সম্পর্কে আজ বা আগামীকাল সিদ্ধান্ত ঘোষণা করা হবে এবং ৪৮-৭২ ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। সিদ্দারামাইয়াকে আবারও মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিতও দিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেন, 'বর্তমানে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বিষয়ে আলোচনা করছেন। কংগ্রেস যখনই কোনও সিদ্ধান্ত নেবে, আমরা সকলকে জানিয়ে দেব। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আমরা কর্ণাটকে নতুন মন্ত্রিসভা গঠন করব।' তবে কংগ্রেস নেতা বলেছেন যে আলোচনা এখনও চলছে এবং সকলকে কোনও ভুয়ো তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।