রণবীরের 'সুপ্রিম' স্বস্তি, ইউটিউবে ফিরছেন ইলাহাবাদিয়া

সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিজের শো আবারও শুরু করতে পারেন রণবীর। তবে বজায় রাখতে হবে শালীনতা ও নৈতিকতা।

author-image
Jaita Chowdhury
New Update
guythjghk

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের ইউটিউবে প্রত্যাবর্তন করতে চলেছেন রণবীর ইলাহাবাদিয়া (Ranbir Allahbadia)। তবে তাঁর যে যে কনটেন্ট সম্প্রচারিত হবে তা যেন কোনও ভাবেই শালীনতার মাত্রা না ছাড়িয়ে যায়, নজর দিতে হবে সেদিকে। সমাজের নৈতিকতায় আঘাত হানে এমন মন্তব্য থেকে দূরে থাকতে হবে জনপ্রিয় ইউটিউবারকে। সোমবার রায় দিল সুপ্রিমকোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ। 

সম্প্রতি 'ইন্ডিয়া গট লেটেন্ট' অনুষ্ঠানে গিয়ে বাবা-মায়ের সঙ্গম সম্পর্ক নিয়ে বিতর্কে জড়ান জনপ্রিয়  ইউটিউবার রণবীর। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর নামে মামলা দায়ের হয়। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলার দায়ের করেন রণবীর। দিন কয়েক আগে সেই মামলায় তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, রণবীরের মন নোংরায় ভরা। তার অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। সোমবার দেশের শীর্ষ আদালত জানায়, শালীনতা অনৈতিকতা বজায় রেখে নিজের অনুষ্ঠান শুরু করতে পারেন রণবীর।