নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে শিলিগুড়িতে আবাসিক-সন্ন্যাসীদের মেরে প্রায় ২ একর জমি জবরদখল করা হয়েছে। শিলিগুড়ির সেবক রোডে রবিবার ভোরে দুষ্কৃতি হামলা হয়। হামলা চালিয়ে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখলের অভিযোগে ভক্তিনগর থানায় এফআইআর করা হয়েছে।
সাধু-আবাসিকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারধরের অভিযোগও উঠেছে। আজ ঝাড়গ্রামের সভায় এসে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আশ্রমের সিসি ক্যামেরা ভেঙে দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ করা হয়েছে মিশনের তরফে। দুষ্কৃতিদের লাগিয়ে দেওয়া তালা ভেঙে জবরদখল মুক্ত করেছে পুলিশ।