নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের প্রথম সেনা কমান্ডারদের সম্মেলন শুরু হয়েছে। ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে এই বিশেষ সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিনের প্রধান আকর্ষণ ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন নেতৃত্বের উদ্দেশ্যে ভাষণ দেন রাজনাথ। তিনি বলেন, "দেশের স্থিতিশীল অভ্যন্তরীণ পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তা, এইচএডিআর, চিকিৎসা সহায়তা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনীর (Indian Army) অবদান প্রশংসনীয়। জাতি গঠনের পাশাপাশি সামগ্রিক জাতীয় উন্নয়নে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"