Big Breaking: মহারাজের হয়ে ব্যাট ধরবেন রাজকুমার, ডোনার ভূমিকায় কে?

মহারাজ বলেন, 'আর একবছর আমার নতুন সিনেমা আসতে চলেছে রাজকুমার রাও-এর হাত ধরে।' তবে মহারাজের হয়ে রাজকুমার ব্যাট ধরলেও, ডোনার ভূমিকায় দেখা যাবে কাকে?

author-image
Jaita Chowdhury
New Update
Sourav Ganguly

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রুপোলী পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic)। বায়োপিকে মহারাজের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও (Rajkumar Rao)। সেই খবরেও শিলমোহর দিয়েছেন 'দাদা'। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে সৌরভ ছাত্র-ছাত্রীদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। এক ছাত্রী জিজ্ঞেস করেন, 'সিনেমায় অভিনয় করার ব্যাপারে কিছু ভাবছেন সৌরভ?' তখনই নিজের বায়োপিক সম্পর্কে জানান সৌরভ। 

মহারাজ বলেন, 'আর একবছর আমার নতুন সিনেমা আসতে চলেছে রাজকুমার রাও-এর হাত ধরে।' তবে মহারাজের হয়ে রাজকুমার ব্যাট ধরলেও, ডোনার ভূমিকায় দেখা যাবে কাকে? এ নিয়ে চলছিল জোর জল্পনা। জানা গিয়েছে, সৌরভ ঘরনীর ভূমিকায় অভিনয় করবেন তৃপ্তি ডিমরি। তাঁকে পর্দায় দেখতে উচ্ছ্বসিত ভক্তমহল।