স্বপ্নদীপের মৃত্যু: প্রতিবাদ করতে গিয়ে জামা ছিঁড়ল রাজন্যা হালদারের!

রাজনীতির রণক্ষেত্রে পরিণত হল শিক্ষাক্ষেত্রের ইতিহাসে অন্যতম পরিচিত নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। মূলত স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর প্রতিবাদে দুই ছাত্র সংগঠনের মধ্যে হল তুমুল ধস্তাধস্তি।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিল ছাত্র সংগঠনগুলির মধ্যে। দুটি ছাত্র সংগঠনের মধ্যে পারস্পরিক ঝগড়া, অশান্তি এবং তর্কাতর্কি থেকে মারামারিও হয়। এই খণ্ডযুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেত্রী রাজন্যা হালদারের জামা ছিঁড়ে গেছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন তিনি। পরে রাজন্যা এও জানান যে ডেপুটেশন জমা না দিয়ে তিনি এখান থেকে যাবেন না। তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ জানিয়েছে যে তাদেরকে মারধর করা হয়েছে। মূলত প্রতিবাদকে কেন্দ্র করে রাজনীতির রণক্ষেত্রে পরিণত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।