নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুতে ভ্যাপসা গরমে আদ্রতাজনিত কষ্টে ভুগলেও সপ্তাহান্তের বৃষ্টিতে ফিরেছিল স্বস্তি। বিগত কয়েকদিন ধরেই শনি ও রবিবার মুষলধারে ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। তবে, চলতি সপ্তাহে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি থাকলেও সপ্তাহান্ত থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। রবি ও সোমবার তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। এরপর মঙ্গলবার ঘটবে হাওয়া বদল। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেকেই মজা করে বলছেন, সপ্তাহান্তে বৃ্ষ্টিও বিরতি নিচ্ছে। পরের সপ্তাহে আবার ফিরবে।