নিজস্ব সংবাদদাতা : রবিবার সকাল থেকে কড়া রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ভোল বদলালো আবহাওয়া। ভ্যাপসা গরম নিমেষেই উধাও। বদলে ঠান্ডা হাওয়ায় জুড়োচ্ছে মন-প্রাণ। নেমে এল সন্ধে। মেঘের গর্জন শুনে বোঝা যাচ্ছে ঝমঝমিয়ে ভেজাতে আসছে বৃষ্টি। যারা দুপুরে কিংবা বিকেলের দিকে কোথাও বেরনোর পরিকল্পনা করেছিলেন তাদের মাথায় হাত আকাশের মুখ ভার দেখে। তবে, সঙ্গে ছাতা রয়েছে যাদের তারা একপ্রকার নিশ্চিন্ত। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আসছে মোচা। তার আগে দিন কয়েক ধরেই কয়েক দফার বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা।