'আপনি সবসময় আমার সঙ্গেই আছেন বাবা,' আবেগপ্রবণ টুইট রাহুলের

১৯৯১ সালের এই দিনে তামিলনাড়ুতে জঙ্গিদের হাতে খুন হন রাজীব গান্ধী। এদিকে বাবাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রাহুল গান্ধী। আজ রবিবার দিল্লিতে স্মৃতিসৌধ বীরভূমিতে গিয়ে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে নিয়ে স্মৃতিচারণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী । ১৯৯১ সালের এই দিনে তামিলনাড়ুতে জঙ্গিদের হাতে খুন হন তিনি। এদিকে বাবাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রাহুল গান্ধী। এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, ‘বাবা আপনি আমার সাথে আছেন, অনুপ্রেরণা হিসাবে, স্মৃতিতে, চিরকাল’। অন্যদিকে আজ রবিবার প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নয়াদিল্লিতে প্রয়াত কংগ্রেস নেতার স্মৃতিসৌধ বীরভূমিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত ছিলেন।