হিরোশিমায় অনুষ্ঠিত হতে চলেছে কোয়াড সম্মেলন

শনিবার থেকে শুরু হতে চলেছে কোয়াড সম্মেলন । এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই বিশ্বের বহু রাষ্ট্রনেতারা হিরোশিমা পৌঁছিয়েছেন ।

author-image
New Update
quard

নিজস্ব সংবাদদাতাঃ  শনিবার জাপানের হিরোশিমা শহরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে তৃতীয় কোয়াড বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বাইডেনের অস্ট্রেলিয়া সফর স্থগিত করার পর কোয়াড নেতারা হিরোশিমায় তাদের শীর্ষ সম্মেলন আয়োজনে সম্মত হয়েছেন। জানা গেছে , এই সম্মেলনে কৌশলগত মূল্যায়ন বিনিময়ের পাশাপাশি  নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, সাবমেরিন ক্যাবল, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং সামুদ্রিক ডোমেইন সচেতনতায় কোয়াড সহযোগিতার নতুন রূপকে নিয়ে আলোচনা করা হবে।