নিজস্ব সংবাদদাতা: লাহোরে (Lahore) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Ex Pakistan PM) ইমরান খানের (Imran Khan) বাড়িতে লুকিয়ে থাকা 'সন্ত্রাসবাদী'দের (Terrorist) হস্তান্তর করতে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে (Tehreek-e-Insaf) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিল পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকার (Punjab Interim Govt)। লাহোরে এক সাংবাদিক বৈঠকে (Press Conference) সরকারের এক মন্ত্রী আমির আলি বলেন যে তেহরিক-ই-ইনসাফের উচিত 'সন্ত্রাসবাদী'দের সমর্পণ করা, অন্যথায় আইন নিজের পথে এগোবে।