দেশের কাণ্ডজ্ঞানহীন হত্যা ও আইনশৃঙ্খলাহীন পরিস্থিতি নিয়ে নীরব প্রফেসর ইউনূস

দেশের কাণ্ডজ্ঞানহীন হত্যা ও আইনশৃঙ্খলাহীন পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত নীরব রয়েছেন প্রফেসর ইউনূস।

author-image
Probha Rani Das
New Update
yunus j1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মনোনীত প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন। তিনি ঢাকায় পৌঁছালে পরে বাংলাদেশের ছাত্রনেতা ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

yunus

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রফেসর মুহম্মদ ইউনূস বাংলাদেশকে স্বাধীন করার জন্য শিক্ষার্থী ও যুবকদের অভিনন্দন জানান এবং শীঘ্রই পরিস্থিতির উন্নতির অঙ্গীকার করেন। তবে প্রফেসর ইউনূস এখনও পর্যন্ত গত তিন দিন ধরে চলা সহিংসতা, হানাহানি ও কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ডের নিন্দা করেননি।

Muhammad Yunus 1.jpg

বাংলাদেশে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং দেশ একটি আইনবিহীন বধ্যভূমিতে পরিণত হয়েছে। প্রফেসর ইউনূস এ বিষয়ে এখনও নীরব অনেক বাংলাদেশি প্রফেসর ইউনূস সম্পর্কে সন্দিহান এবং তারা সাংবাদিকদের জানিয়েছেন যে, দেশের সামনে এগিয়ে যাওয়ার পথটি অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে।