নিজস্ব সংবাদদাতাঃ ওয়েনাডের ভূমিধসে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রাণ হারিয়েছেন বহু মানুষ। জানা গিয়েছে, ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল কেরলের ওয়ানাডে যাচ্ছেন।
আগামীকাল সকাল ১১টা নাগাদ তিনি কান্নুরে পৌঁছবেন। সেখান থেকে তিনি ওয়েনাডের ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী দুপুর সওয়া ১২টা নাগাদ ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন৷ সেখানে উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে তাঁকে উদ্ধার কাজ সম্পর্কে অবহিত করা হবে৷ সেখানে চলমান পুনর্বাসন কার্যক্রম তদারকি করবেন তিনি।
প্রধানমন্ত্রী ত্রাণ শিবির ও হাসপাতালও পরিদর্শন করবেন, যেখানে তিনি ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বেঁচে যাওয়া মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে প্রধানমন্ত্রী একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন যেখানে তাকে এই ঘটনা এবং চলমান ত্রাণ প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে।
Prime Minister Narendra Modi will visit Wayanad (Kerala) tomorrow, 10th August to review relief and rehabilitation efforts.
He will reach Kannur at around 11 AM tomorrow. From there, he will do an aerial survey of the landslide-affected area in Wayanad. PM will visit the… pic.twitter.com/4Me64UGjZh