নিজস্ব সংবাদদাতাঃ জেগে উঠেছে মেক্সিকোর পোপোক্যাটেপেটাল আগ্নেয়গিরি। ইতিমধ্যেই শুরু হয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। এই ঘটনার জেরে আগ্নেয়গিরির কাছে আশ্রয়কেন্দ্র খুলল মেক্সিকো প্রশাসন। এই অগ্ন্যুৎপাতের জেরে জারি হয়েছে লাল সতর্কতা। জানা গেছে , ১৯৯৪ সালের পর ফের জেগে উঠেছে পোক্যাটেপেটাল আগ্নেয়গিরি। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর বলেন, সরকার পোক্যাটেপেটলের ওপর 'দিন-রাত' নজর রাখছে। তবে এই অগ্ন্যুৎপাতের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।