নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের ফরেনসিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ডঃ সন্দীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে একজন শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ-হত্যার ঘটনায় সিবিআই তদন্তকারীদের অসহযোগিতা ও ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন। পলিগ্রাফ টেস্টের এই রিপোর্ট তিলোত্তমা ধর্ষণ-হত্যাকাণ্ড মামলার বিচারে আশার আলো দেখাচ্ছে আন্দোলনকারীদের। তবে বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই রিপোর্ট তদন্তকারীদের হাতে আগে থাকলেও তারা এই তথ্য কে এফআইআর (FIR) নথিভুক্ত করার ইচ্ছা পোষণ করেননি, যা সমগ্র জাতিকে নাড়া দিয়েছে এবং এরফলে ব্যাপক প্রতিবাদের সূত্রপাত ঘটেছে।
এফআইআর দায়েরে বিলম্বের জন্য ধর্ষণ-খুনের মামলায় প্রমাণ হারিয়ে যাওয়ার জন্য সিবিআই কর্তৃক ডঃ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলে, গ্রেফতারের দুদিনের মাথায় পলিগ্রাফ রিপোর্টের আসল তথ্য প্রকাশ্যে আসে।