নিজস্ব সংবাদদাতা : হাইভোল্টেজ শনিবার। ডিএ আন্দোলনের ১০০তম দিন। হরিশ মুখার্জি রোডের ওপর দিয়ে মিছিলে হাঁটবেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। হাজরা মোড়ে সংঘবদ্ধ হচ্ছেন তারা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যে রুট দিয়ে মিছিল যাবে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অশান্তির আশঙ্কায় তৈরি জলকামান। তবে, মিছিল শুরুর আগেই স্লোগানিংয়ে সরগরম হাজরা মোড়। এদিকে, তাপ বাড়ছে পথচারী থেকে নিত্যযাত্রীদের। রেল স্টেশন থেকে মেট্রো স্টেশনে অন্যান্য দিনের তুলনায় ভিড় বেশি। বেলা বাড়ার সাথে সাথে ডিএ মিছিল নিয়ে চড়ছে পারদ।