নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১০০ তম পর্ব সম্প্রচারিত হবে দেশজুড়ে। আর এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পশ্চিমবঙ্গে ১৩ হাজার এলাকায় 'মন কি বাত' অনুষ্ঠান শোনানোর আয়োজন করেছে বিজেপি (BJP)। শুধু তাই নয়, মন কি বাতকে ঘিরে নন্দীগ্রামের গোকুলনগরে বিশাল আয়োজন করেছে গেরুয়া শিবির। এরই সঙ্গে নন্দীগ্রামের (Nandigram) মানুষদের সঙ্গেও কথা বললেন প্রধানমন্ত্রী মোদী।