BREAKING: করমণ্ডল দুর্ঘটনায় কাঁদছে দেশ! যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী

ওড়িশায় রেল দুর্ঘটনায় যে ভয়াবহতার চিত্র সামনে এসেছে তা দেখে আঁতকে উঠেছে দেশবাসী। চিন্তিত স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। নিতে পারেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর দেশজুড়ে তৈরী হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি। জায়গায় জায়গায় রক্তাক্ত দেহ, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড়, পরিজনদের হাহাকার দেখছে দেশবাসী গতকাল থেকে। ইতিমধ্যে উদ্ধারকার্য চলছে।

জানা গেছে এই পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী। জরুরীকালীন বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে সংশ্লিষ্ট দফতরের সব আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পরিস্থিতির পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে আলোচনা হতে পারে। এবার জানা গেল যে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে স্বয়ং প্রধানমন্ত্রী আজ যেতে পারেন ওড়িশা। প্রথমে তিনি বালাসোরের ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে যেতে পারেন এবং তারপর কটকের হাসপাতালে যেতে পারেন আহতদের দেখতে।