নিজস্ব সংবাদদাতাঃ সকল অপেক্ষার অবসান। আজ বৃহস্পতিবার উত্তরাখণ্ডে দেরাদুন থেকে দিল্লি পর্যন্ত প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন দেরাদুন ও দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এই এক্সপ্রেস মানুষের ভ্রমণের সময় হ্রাস করবে। ট্রেনের অত্যাধুনিক সুবিধাগুলি এই সকলের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলতে চলেছে। বন্দে ভারত ট্রেন সকলের প্রথম পছন্দ হয়ে উঠছে।“ এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুন-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের আগে পরিদর্শন করেন।